অন্যান্য

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান মিলনকে’ই চায় ইউনিয়নের সাধারণ মানুষ

  প্রতিনিধি 1 October 2024 , 5:12:13 প্রিন্ট সংস্করণ

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান মিলনকে’ই চায় ইউনিয়নের সাধারণ মানুষ

পঞ্চগড় প্রতিনিধি, সরকার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ নিয়ে শুরু হয়েছে বিশৃঙ্খলা। তার মুলে রয়েছে ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন। তিনি টানা তৃতীয় বারের মত ব্যাপক জনসমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দ্বায়িত্ব পালন করে আসতেছেন। পাশাপাশি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। স্থানীয়রা জানান, ওয়ারিশ সূত্রে মালিকানা অর্জনকারী মালিকের কাছ থেকে জমি কেনাকেন্দ্র করে কিছু মানুষ তার উপর ক্ষিপ্ত। তবে এসব বিষয়ে আদালতে মামলা চলমান। কিন্তু সরকার পদত্যাগ করার পরে এই মানুষগুলোর সঙ্গে যোগসাজশে কিছু মানুষ এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা ধরনের অপৃতিকর ঘটনা ঘটাচ্ছে। তারা চেয়ারম্যানকে পরিষদে বসতে দিচ্ছে না। মিলন চেয়ারম্যান আমাদের জন্য আশীর্বাদ। সে আমাদের গরিব মানুষের জন্য অনেক কিছুই করেছে। সে সবার বিপদে আপদে সবসময় পাশে থাকেন। স্থানীয়দের বক্তব্য নেওয়ার সময় একাধিক স্থানে অনেকেই কাঁদতে কাঁদতে বলেন, সে আমাদের সবার চেয়ারম্যান। ইউনিয়নের প্রায় ৮০ভাগ ভোট পেয়ে তিনি চেয়ারম্যান হয়েছেন। আমরা তাকেই আমাদের চেয়ারম্যান হিসেবে চাই। বর্তমানে চেয়ারম্যান এর পক্ষে কথা বলতে গেলে সাধারণ মানুষের উপর হামলা হয়। চেয়ারম্যান এর বাড়ি ঘর, গাড়ি সব আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যেই চেয়ারম্যান এর জন্য আমরা দুবেলা দু-মুঠো ভাত খেতে পারি আজকে সে ঘরছাড়া। তার মা-বাবা’কে লাঞ্ছিত করা হয়েছে। চেয়ারম্যান যদি কোন অন্যায় করে থাকে তাহলে এর বিচার করবে আদালত। কিন্তু তারা অন্যায় ভাবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে।ত্রাণ চাই।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ