আন্তর্জাতিক

বাইডেনের দুই কলঙ্ক

  প্রতিনিধি 25 January 2025 , 4:02:26 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছে দুটি বিষয়— রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধ। এই দুটি বিষয় বাইডেনের নেতৃত্বের কঠোর সমালোচনার মুখে ফেলে। একইসঙ্গে তার জনপ্রিয়তাকেও ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে।

 

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। এরপর বাইডেন ইউক্রেনকে বড় ধরনের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। তবে এই দীর্ঘ যুদ্ধের মধ্যে বাইডেন প্রশাসন কার্যকরীভাবে কোনও শান্তি চুক্তি বা মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে। বিশ্বব্যাপী এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে। ইউরোপে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতি জটিল হয়েছে। বাইডেনের নেতৃত্বে পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করলেও, যুদ্ধের তীব্রতা কমানো বা শান্তি প্রতিষ্ঠায় তার কূটনীতি সফল হয়নি। বহু দেশ ও বিশেষজ্ঞরা মনে করেন, বাইডেন যদি আরও সক্রিয়ভাবে কূটনৈতিক পদক্ষেপ নিতেন, তবে যুদ্ধের তীব্রতা কমানো সম্ভব হতো।

 

 

ইসরায়েলের প্রতি সমর্থন

 

 

বাইডেনের আরেকটি বড় বিতর্কিত পদক্ষেপ হলো গাজা যুদ্ধ। ২০২৩ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাতের পর থেকে বাইডেন প্রশাসনের ইসরায়েলপ্রীতি ব্যাপকভাবে বাড়ে। বাইডেনের প্রশাসন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের ওপর অবরোধ এবং সহিংসতা বাড়ানোর বিষয়টিকে বৈধতা দেয়। এ অবস্থান বিশ্বের বহু দেশে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধের নামে গাজায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির মৃত্যু ঘটলেও, বাইডেন প্রশাসন ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সহায়তা দিয়ে যায়। এতে বাইডেনের ইসরায়েল পক্ষে অবস্থান নেয়ায় বিশ্বে তার গ্রহণযোগ্যতা হ্রাস পেয়েছে।

 

 

এ ছাড়া আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ২০২১ সালে বাইডেন নেন। এ পরিস্থিতিতে আমেরিকার নাগরিক এবং আফগান সহযোগীদের উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় বাইডেনের শাসন কঠিন হয়ে পড়ে। বাইডেনের আমলে মার্কিন অর্থনীতি বিভিন্ন সমস্যা মোকাবিলা করে। করোনা মহামারির পর মূল্যস্ফীতি অনেক বেড়ে যায়। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। যদিও বাইডেন কিছু পদক্ষেপ নেন, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে তিনি সফল হননি।

 

 

বাইডেনের শাসনকালে অবৈধ অভিবাসন ব্যাপকভাবে বেড়ে যায়। মার্কিন সীমান্তে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পায়, যা দেশের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাইডেনের সীমান্ত নীতির কারণে তাকে প্রচুর সমালোচনা করা হয়। ৭৮ বছর বয়সে প্রেসিডেন্ট হওয়া নিয়ে বাইডেনকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। ২০২৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে