অপরাধ

বাউফলে ছাত্রদলের যুগ্ম আহবায়কের নেতৃত্বে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা।

  প্রতিনিধি 28 January 2025 , 6:33:23 প্রিন্ট সংস্করণ

 

 

হৃদয় চন্দ্র (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউপির নারায়নপাশা এলাকায় সোমবার সন্ধ্যায় মো. সুজন হাওলাদার (৩০) নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা নবী আলী হাওলাদার অভিযোগ করেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মিরাজের (৩০) নেতৃত্বে ওই হত্যাকান্ডের ঘটনো হয়েছে। তবে হত্যাকান্ড সম্পর্কে কিছুই বলতে পারেন নি নবী আলী হাওলাদার।

বাউফল থানার অফিসার ইনচার্জ, তদন্ত আতিকুর রহমান বলেন, ‘তাঁর শরীরের চার অংশে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় নিতে মাঠে কাজ শুরু করেছে।’

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ