অন্যান্য

বাউফলে সুজন হত্যার বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন

  প্রতিনিধি 1 February 2025 , 6:08:34 প্রিন্ট সংস্করণ

 

 

সাকিব হোসেন পটুয়াখালী প্রতিনিধি

 

পটুয়াখালীর বাউফলে অটোরিকশাচালক সুজন হাওলাদারকে (৩৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছে এলাকাবাসী।

 

শুক্রবার (৩১জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আমিরাবাদ বাজার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এর আগে বৃহস্পতিবার(৩০ জানুয়ারি( সকাল ১০ টার দিকে একই এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

এ সময় সুজনের চার বছরের ছেলে আরিয়ান ও তিন বছরের মেয়ে সুমাইয়া ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাবার হত্যাকারীদের বিচারের দাবি জানান।

 

সমাবেশে বক্তারা বলেন ,সুজন একজন ভদ্র ও নিরীহ ছেলে ।যারা সুজন হত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক ।খুনি কোনো দলের হতে পারেনা খুনি তো খুনি ।যদি খুনিকে কেউ প্রশ্রয় দেয় তাহলে তারাও খুনি ।আমরা চাইনা আর কোনো মায়ের বুক খালি হোক। আমাদের আইনের প্রতি আস্থা আছে।স্থানীয় এক ব্যক্তি গত কয়েক মাস আগে তাকে একটি আটোরিকশা কিনে দেন। অটো চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু ঘটনার দিন আমিরাবাদ বাজারের কাছে একটি নির্মাণাধীন ব্রিজের কাছে সুজনের পথ রোধ করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাদার টাকা না দিতে পারায় সুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসন ও তার ভাতিজা মিরাজসহ ১০ জনকে দায়ী করেন বক্তারা।

 

রাশেদুল হাসান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় পীরজাদা মশিউর রহমান, আওলানা আবদুর রহমান, চাচা আ. মান্নান হাওলাদার,চাচাতো মিজান ইতিপূর্বে সন্ত্রাসীদের ধারা নির্যাতিত মসজিদের ইমাম মনিরুজ্জামান , আল আমিন প্রমুখ ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ