অন্যান্য

বাউফলে স্কুলছাত্রী আত্মহননের ঘটনায় গ্রেফতার ১

  প্রতিনিধি 17 March 2025 , 5:49:57 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন

 

পটুয়াখালীর বাউফলে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় সোমবার দুপুরে মামলা হয়েছে। মামলা রজ্জু হওয়ার পর পরই ওই ছাত্রীর পরিবার ও স্বজনেরা মো. কায়দে আজম (৪৭) নামে এজাহার নামীয় এক আসামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ওই স্কুলছাত্রীর বাবা (নজরুল ইসলাম খান) বাদী হয়ে ৯ ব্যক্তির নাম উল্লেখ করে বাউফল থানায় মামলাটি দায়ের করেছেন।

 

গত শুক্রবার বিকালে চিরকুট লিখে পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাজনিন জাহান কুমকুম (১৬) ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

 

তার অসমাপ্ত চিরকুটে লেখা রয়েছে- ‘আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করিনি। আমাকে বাধ্য করা হয়েছে। ওই ছেলের জন্য আর ওর পরিবারের জন্য আমার জীবন থেকে মনে হয় সব সুখ শান্তি চলে গেছে।’

 

ওইদিন রাত ১২টার দিকে কুমকুমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন শনিবার ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

মামলার এজাহার, কুমকুমের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলে যাওয়া ও আসার পথে বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতেন রিয়াদুল ইসলাম তাওসিন নামের এক তরুণ। বিষয়টি তাওসিনের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের জানায় কুমকুমের পরিবার। তবে কেউ কোনো ব্যবস্থা নেয়নি। এতে আরও বেপরোয়া হয়ে ওঠেন তাওসিন। বৃহস্পতিবার কুমকুমের সঙ্গে আরেক সহপাঠীর তোলা ছবির সঙ্গে আজেবাজে ক্যাপশন লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তাওসিন। বিষয়টি জানার পর চিরকুট লিখে নিজ কক্ষের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন কুমকুম।

 

কুমকুমের মা অভিযোগ করেন, তার মেয়েকে বিভিন্ন সময় তাওসিন কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাওসিনের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে ওই বখাটের সাহস আরও বেড়ে যায়। মেয়ের সঙ্গে তার এক সহপাঠির তোলা স্বাভাবিক ছবিতে বাজে মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় তাওসিন। এতে লোকলজ্জার ভয়ে তার মেয়ে আত্মহত্যা করে।

 

মামলায় ৯ জনের নাম দেওয়া প্রসঙ্গে মামলার বাদী ও নিহত ছাত্রীর বাবা নজরুল ইসলাম বলেন,‘উত্ত্যক্তকারী বখাটের বিষয়ে তার অভিভাবক ও স্বজনদের কাছে বিচার দেওয়া হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। যদি তাওসিনের পরিবার থেকে শক্ত পদক্ষেপ নেওয়া হতো তাহলে আমার মেয়ে আত্মহত্যা করতো না। বখাটেপনাকে প্রশ্রয় দেওয়ার অপরাধে তাওসিন ছাড়া আরও ৮জনকে আসামী করা হয়েছে।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মামলা দায়ের হয়েছে। একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ