অন্যান্য

বাউফলে ৩০ লাখ টাকার মোবাইল চুরির ঘটনায় মানববন্ধন

  প্রতিনিধি 17 March 2025 , 2:26:17 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারে এক ব্যবসায়ীর মোবাইল শপে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পুলিশ ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন তারা।
সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে কালিশুরী বাজারের প্রধান সড়কে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-যুবকসহ শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী এনায়েত তালুকদারের মালিকানাধীন ‘তালুকদার মোবাইল শপ’ নামের একটি পাইকারি মোবাইল দোকানে গত শনিবার (১৫ মার্চ) ভোররাতে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান ১২৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (প্রায় ৩০ লাখ টাকা মূল্যের), সার্ভিসিংয়ের জন্য আনা ১০টি মোবাইল ফোন এবং তিন দিনের বিক্রির ২ লাখ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লা (ধলু), কালিশুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এটিএম সিদ্দিক, কালিশুরী কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়সাল হাওলাদার, ব্যবসায়ী জুয়েল হোসেন সিকদার ও বশির মৃধা।
বক্তারা বলেন, কালিশুরী বাজার একসময় পুলিশ ক্যাম্পের আওতায় ছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ ক্যাম্প তুলে নেওয়ার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এ বাজারটি বাউফলের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ বাজার হলেও বর্তমানে অবহেলিত অবস্থায় রয়েছে।
ব্যবসায়ী এনায়েত তালুকদার বলেন, বাজারের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আমরা চরম আতঙ্কে আছি। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরও বড় আন্দোলনের ডাক দেব।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন দৈনিক চেতনায় বাংলাদেশ কে  বলেন, বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে টহল পুলিশ বাড়ানো হবে। পুলিশ ক্যাম্প পুনঃস্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগীকে মামলার জন্য অভিযোগ দিতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৩-৪ জনের চেহারা চিহ্নিত করা হয়েছে। তবে এখনো তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ