প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৭:৩৫ এ.এম
বাকলিয়ায় ২৬ টন চিনিসহ চালক আটক

মোহাম্মদ আয়াজ উদদীন রানা
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম জেলা
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে দুটি কাভার্ডভ্যান ভর্তি ২৬ টন চিনিসহ মো. বেলাল (৫৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) কল্পলোক আবাসিক ২ নম্বর রোর্ড পোর্টসিটি সংলগ্ন খালপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন জানান, নারায়ণগঞ্জ থেকে দুটি কার্ভডভ্যানে করে চিনি নিয়ে কালুরঘাট বিসিক শিল্পনগরী পেপসি কোলা কারখানায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু কাভার্ডভ্যানের দুই চালক ওই চিনি আত্মসাৎ করার জন্য সেগুলো কল্পলোক আবাসিকের ভেতর খালপাড়ে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে রাতে আমরা অভিযান চালিয়ে মো. বেলাল নামে কাভার্ডভ্যানের এক চালককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য কাভার্ডভ্যানের চালক মো. জুয়েল কৌশলে পালিয়ে যায়। তবে চিনিবোঝাই ওই কার্ভাডভ্যানটি জব্দ করা হয়। দুটি কাভার্ডভ্যান থেকে ২৬ টন চিনি জব্দ করা হয়।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.