অন্যান্য

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা বিতরণ

  প্রতিনিধি 6 November 2024 , 6:33:45 প্রিন্ট সংস্করণ

ইমরান হোসেন জুমান,

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

০৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ (বুধবার) রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস।

২০২৪ সালে বাঘাইছড়িতে সংগঠিত বন্যার ফলে
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ক্ষতিগ্রস্ত ৫৮ প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে মোট ৪৪৮ কেজি বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করেন উপজেলা মৎস্য অফিসার মেহেদী হাসান।

বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের সম্মুখে এসব পোনা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা, বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানজ্যোতি চাকমা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা, সহকারী মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা প্রমুখ।

মাছেরপোনা বিতরণ কার্যক্রম শেষে মৎস্য অফিসার মেহেদী হাসান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষীদের আবারও মাছ চাষে উৎসাহী করার লক্ষ্যে রাজস্ব খাতের আওতায় নিয়মিত মাছের পোনা বিতরণ কার্যক্রম পরিচালনা করছি এবং চাষীদের পরামর্শ হিসেবে নিয়মিত খাদ্য প্রদান ও যত্ন নেয়ার জন্য অনুরোধ জানান। পাশাপাশি যেকোন পরামর্শের জন্য মৎস্য অফিসে আসার জন্য আহবান করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ