অন্যান্য

বাঘাইছড়িতে সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 14 October 2024 , 3:49:50 প্রিন্ট সংস্করণ

ইমরান হোসেন জুমান, বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা সদর, বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহণে সাম্প্রতিক কালের সার্বিক বিষয় নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে কাচালং সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান ও রাঙ্গামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীর আহ্বানে কাচালং কলেজ অডিটোরিয়ামে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
কলেজের বর্তমান অধ্যক্ষ নজরুল ইসলাম এর পরিচালনায় সভায় উপস্থিত ব্যাক্তিবর্গ মতামত প্রকাশ করেন। সভায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সহ সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দিপ্তীমান চাকমা ও সাগরিকা চাকমা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তি বিকাশ চাকমা, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি নান্তা তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবীব, রূপকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হেডম্যান বিশ্বজিৎ চাকমা, খেদারমারা ইউনিয়নের কার্বারী বিশ্বপ্রিয় চাকমা, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি এবং প্রতিনিধি ত্রিদিব দেব, বিএনপি নেতা শাহজাহান চৌধুরী প্রমুখ সহ বিভিন্ন শ্রেণীপেশার সুশীল সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন চিত্র আসে। অন্তবর্তিকালীন সরকার গঠন করে দেশের বিভিন্ন বিষয়ে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে তবে পাহাড়ে বিভিন্ন অপচিত্র ফুটে উঠে যার কারণে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও দিঘীনালায় অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে বাঘাইছড়ির মানুষ শান্তিপ্রিয় হওয়ায় তেমন কোন ঘটনা না ঘটলেও জনমনে আতঙ্ক বিরাজমান। তাই বক্তারা সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল প্রকার গুজবকে বাস্তবে রূপ না দেয়ার জন্য সোচ্চার থাকার আহ্বান জানান। সভায় উপস্থিত প্রত্যেকে যার যার অবস্থান থেকে সতর্কতা অবলম্বনের বিষয়ে আশ্বাস প্রদান করেন এবং নির্ভয়ে চলাফেরার পরামর্শ দেন। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সংখ্যা তুলনামূলক কম দেখায় এই বিষয়গুলো থেকে উত্তোরনের জন্য যা যা উদ্যোগ নেয়া দরকার সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেকোন ঘটনাকে জাতিগত ভাবে না নিয়ে অপরাধীর শাস্তি নিশ্চিত করার আহবান জানান সকলে। বাঘাইছড়ির শান্তি সম্প্রীতি রক্ষার্থে প্রশাসনের পাশাপাশি আমাদের সকলের এগিয়ে আসা উচিত ও উপজেলার প্রতিটা ইউনিয়নে এবং উল্লেখযোগ্য গ্রামে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত হওয়া উচিত।
বক্তারা আরো বলেন বাঘাইছড়ি উপজেলার সন্তানরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন যা আমাদের জন্য গৌরবের তবে বর্তমান শিক্ষার পরিবেশ নাজুক অবস্থায় পরিনত হয়েছে বলে অনেকেই মন্তব্য করেন। এই বিষয়ে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবী।
সভাপতির বক্তব্যে দেব প্রসাদ দেওয়ান সকল বিষয়কে আলোচনা পর্যালোচনার মাধ্যমে পাহাড়ি বাঙ্গালী বিবেধ না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল পরিস্থিতি মোকাবেলার আহবান জানান এবং সুন্দর সুশৃঙ্খল শান্তিপূর্ণ আদর্শ বাঘাইছড়ি বিনির্মানের আহবান জানান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ