অন্যান্য

বাঘায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  প্রতিনিধি 6 September 2025 , 1:43:29 প্রিন্ট সংস্করণ

এস এম আবরার ,বাঘা উপজেলা প্রতিনিধি (রাজশাহী) 

রাজশাহীর বাঘায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাঘা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ ও বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক ইব্রাহিম খলিল। এছাড়া আলোচনায় অংশ নেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ এবং বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক হাফেজ ক্বারী ইন্তাজ আলী। আলোচনা সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।

এসময় বক্তারা বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) মানব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর জীবন ও কর্ম সমাজে শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ এবং মানবকল্যাণ প্রতিষ্ঠার আদর্শিক দিকনির্দেশনা দেয়। তাঁরা নবীজির শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে অনুসরণের মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গঠনের আহ্বান জানান।

সভায় বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, বিভেদ ও অশান্তি দূর করতে হলে মহানবী (সাঃ)-এর জীবনাদর্শ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। তাঁর দয়া, সহমর্মিতা, ন্যায়পরায়ণতা এবং সহনশীলতা থেকে শিক্ষা গ্রহণ করে সবাইকে সত্য, ন্যায় ও শান্তির পথে চলতে হবে।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির অগ্রগতি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক অংশ নেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ