অন্যান্য

বাঘায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার বাড়ি

  প্রতিনিধি 11 September 2025 , 5:50:16 প্রিন্ট সংস্করণ

এস এম আবরার বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘা উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বাড়ির ছয়টি ঘর প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক দুইটার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে বিকট শব্দ শোনা যায় এবং আগুন জলে উঠতে দেখা যায় । তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে উক্ত বাড়ির পার্শ্ববর্তী হাসমত আলী, আব্দুল লতিফ, আশরাফুল ইসলাম ও আসকান আলীর বাড়িতে আগুন ধরে যায়। আগুন নেভাতে এলাকাবাসী প্রাণপণ চেষ্টা চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে চার পরিবারের ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

মর্মান্তিক অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিকেলে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আক্তার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়ি পরিদর্শন করেন। এবং তিনি তাৎক্ষণিকভাবে চাল, ডাল, সয়াবিন তেল, বিস্কুটসহ শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি প্রতিটি পরিবারকে টিন ও আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত হাসমত আলী জানান, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে চারটি পরিবার মিলে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, যা তাদের জন্য একটি বড় ধাক্কা । তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ