অন্যান্য

বাঘায় হ‍্যাকিং ও প্রতারণা মামলার আসামীসহ আটক ৮

  প্রতিনিধি 7 September 2025 , 4:08:56 প্রিন্ট সংস্করণ

এস এম আবরার ,বাঘা উপজেলা প্রতিনিধি (রাজশাহী) 
রাজশাহীর বাঘায় হ‍্যাকিং ও প্রতারণা মামলায় ৫ জন,জিআর ১ জন,সিআর ১জন ও নিয়মিত মামলার ১ জন আসামীসহ মোট আট জনকে আটক করেছে বাঘা থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর ) থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।

থানা সূত্রে জানা যায়,বিশেষ অভিযানে হ‍্যাকিং প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী উপজেলার হাবাসপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আনারুল ইসলাম (৩৮),মামুন আল হকের ছেলে মিজানুর রহমান পলাশ(২৮),জাবেদ আলীর ছেলে মিনারুল ইসলাম (২২),  উত্তর মিলিক বাঘা গ্রামের তেতুল উদ্দিনের ছেলে পিয়াস ইসলাম (২০),মর্শিদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে আলামিন ওরফে আল আমিন,জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী কিশোরপুর বিলপাড়া গ্রামের মৃত আলীম ওরফে আলী মন্ডলের ছেলে লালণ ওরফে আনারুল ইসলাম(৩৪),সিআর ওয়ারেন্ডভূক্ত আসামী আড়ানি ঝিনা গ্রামের মৃত আঃ কাশেম গাজীর ছেলে রাজিব গাজী(২৪) ও নিয়মিত মামলার আসামী কেশবপুর গ্রামের আহম্মদ প্রামানিকের ছেলে বিদ‍্যুৎ প্রামানিক ওরফে গাদি(৪৫) আটক করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান আসাদ জানান,রবিবার(৭সেপ্টেম্বর) সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ