প্রতিনিধি 29 August 2025 , 4:10:33 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) :
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ থেকে টিউবয়েলের পাইপ চুরি করে পালানোর সময় হাতেনাতে এক ভ্যান চালককে আটকের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৩ মিনিটের দিকে এ চুরির ঘটনা ঘটে। আটক ভ্যান চালক ইন্দ্রা গ্রামের বাকি বিল্লার ছেলে জিন্নাত আলী। তবে ভ্যান চালক জিন্নাত জানিয়েছে, সে এ কাজের সাথে জড়িত না। তাকে ভাড়া ঠিক করে এনেছে লাবিব নামে একটি ছেলে। লাবিব পৌরসভার মহিরন সাত নম্বর ওয়ার্ডের বিপুল হোসেনের ছেলে। থানা পুলিশ জানিয়েছে, উপজেলা পরিষদের ভিতর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবমার্সিবল পাম্প বসাতে পাইপ রাখা ছিলো। সেখান থেকে দুই বান্ডিল ৩০টি পাইপ চুরি করে নিয়ে যাচ্ছিলো অভিযুক্ত। তাকে আটক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের নতুন ভবন থেকে ৫ বস্তা সিমেন্ট চুরি হয়। যাহা সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা দেখা গেছে। এসব চুরির মালামাল দোহাকুলা বাজার, হাসপাতাল গেট ও মহিলা কলেজ মার্কেটের কয়েকটি দোকানে বিক্রি করা হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। অন্য একটি সুত্র জানিয়েছে, কিছু দিন আগে পরিষদের ভিতর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও নিবার্হী অফিসারের নতুন ভবনের ভিতর থেকে দুটি পানির পাম্প চুরি হয়। বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।