প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৭:৩৯ পি.এম
“বাজিতপুর ইউথ সোসাইটি’র” উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় ইসলামি সামাজিক সংগঠন বাজিতপুর ইউথ সোসাইটি-এর উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৬ মার্চ(বুধবার) বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে এই আয়োজন করা হয়।
বাজিতপুর ইউথ সোসাইটি দীর্ঘদিন ধরে এলাকার যুব সমাজের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটির মূল লক্ষ্য ইসলামের দাওয়াত প্রচার, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। এ লক্ষ্যে তারা নিয়মিত বিভিন্ন সেমিনার, মাহফিল, ইফতার আয়োজন করে থাকে।
আজকের আয়োজনকে কেন্দ্র করে বিকেল থেকেই অনুষ্ঠানের মাঠে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ইফতার মাহফিলে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইসলামি চিন্তাবিদ, ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী এবং এলাকার তরুণ সমাজ।
অনুষ্ঠানের শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ইসলামের শিক্ষা ও মূল্যবোধের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তারা যুব সমাজের মাঝে ধর্মীয় অনুশাসন চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, "একজন আদর্শ যুবকই পারে সমাজকে সুন্দরভাবে পরিচালিত করতে এবং অন্যদের সৎপথে আহ্বান জানাতে।"
আলোচনা সভার পর সন্ধ্যার আগ মুহূর্তে ইফতারের আয়োজন করা হয়। ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
বাজিতপুর ইউথ সোসাইটির তরিকুল ইসলাম জানান, তাদের এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংগঠনটির একজন সক্রিয় কর্মী তানভীর বলেন, "আমরা চাই এলাকার তরুণ সমাজ ইসলামের সঠিক দিকনির্দেশনা পেয়ে নৈতিক ও সামাজিকভাবে উন্নত হোক। তাই ভবিষ্যতে আরও বড় পরিসরে ইসলামি অনুষ্ঠান, দাওয়াতি কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কাজ চালিয়ে যাবো।
বাজিতপুর ইউথ সোসাইটির এই আয়োজন যুব সমাজকে ইসলামের ছায়াতলে এনে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া সংগঠনটি ইজরায়েলি পণ্য বয়কটে জন সচেতনতা, থার্টিফার্স্ট নাইট ও ভ্যালেন্টাইন ডে অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে।
প্রতিনিধি, সারোয়ার হাসান সজীব।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.