দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নে সরকারি ভিজিডি চাল আত্মসাতের অভিযোগে চার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোররাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইউপি সদস্যদের বাড়ি থেকে ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন দরিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান মিয়া (৪২), ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হবি সরকার (৪৫), ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিব মিয়া (৩৫) এবং সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার (৫০)।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে শুক্রবার আদালতে পাঠানো হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ভোর রাতে অভিযানে গেলে ইউপি সদস্যদের নিজ নিজ বাড়ি থেকে ভিজিডি কর্মসূচির ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা জানান, “মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চালগুলো দরিকান্দি ইউনিয়নের ৯৩ জন দরিদ্র নারীর মধ্যে বিতরণ করার কথা ছিল। প্রতি জনকে ১৫০ কেজি করে (৫ বস্তা) চাল দেওয়ার জন্য তারা অনলাইনে আবেদন করেছিলেন। নিয়ম অনুযায়ী এসব চাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণ করার কথা থাকলেও, তা ইউপি সদস্যদের বাড়িতে পাওয়া গেছে।”
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধ সম্ভব হবে।