অন্যান্য

বাঞ্ছারামপুরে ৭০ কেজি গাঁজাসহ ২ পাচারকারী গ্রেপ্তার নৌকা জব্দ

  প্রতিনিধি 3 July 2025 , 4:18:40 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী দিয়ে পাচারকালে ৭০ কেজি গাঁজাসহ আরব আলী শিকদার-(৫১) ও আকাশ মোল্লা-(৩১) নামে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় মেঘনা নদীর বাঞ্ছারামপুর উপজেলার কয়কালী এলাকা থেকে নবীনগর উপজেলার সলিমগঞ্জ নৌ-পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় একটি ইঞ্জিনের নৌকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আরব আলী শিকদার মানিকগঞ্জ জেলার আলকদিয়া গ্রামের জোরান শিকদারের ছেলে এবং আকাশ মোল্লা একই উপজেলার দৌলতপুর গ্রামের আজিজ মোল্লার ছেলে।
এ ব্যাপারে নবীনগর সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান, সুনামগঞ্জ জেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে মেঘনা নদী হয়ে একটি গাঁজার চালান মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টার সময় নৌ-পুলিশের একটি দল স্পিডবোট নিয়ে নৌকাটিকে দাঁড় করাতে সংকেত দেয়। কিন্তু নৌকাটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা নৌকাটিকে ধাওয়া করে। পরে নৌকাটিতে থাকা তিন পাচারকারী মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা এলাকাবাসীর সহযোগীতায় দুই পাচারকারীকে ধরে ফেলে। অপর এক পাচারকারী পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশী করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করাহয়। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ