অন্যান্য

বাড়ি ফিরে ইফতার করা হলো না স্বেচ্ছাসেবক দলের নেতার, সড়কে গেল প্রাণ

  প্রতিনিধি 5 March 2025 , 10:49:47 প্রিন্ট সংস্করণ

মোঃ মাসুদ রানা

 

জয়পুরহাটের পাঁচবিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাছির বিপ্লব হোসেন (৩৫)। কথা ছিল বাড়ি ফিরে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন। কিন্তু তা আর হলো না। ঘাতক সিএনজি সড়কে কেড়ে নিলো তাঁর প্রাণ।

 

সোমবার (০৩ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ফিসকার ঘাট এলাকায় মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় গোলাম নাছির বিপ্লব হোসেন মৃত্যুবরণ করেন।

নিহত বিপ্লব হলেন-পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলাম ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বলে দলীয় সুত্রে জানাগেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পাঁচবিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপ্লব হোসেন। ফিরে বাড়িতে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে বের হোন। ফিসকার ঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বিপ্লব। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তা জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে সিসি ক্যামেরার ভিডিয়ো সংগ্রহ করেন।

এ বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান , এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ