প্রচ্ছদ » অন্যান্য » বান্দরবানের চাঞ্চল্যকর রাবার শ্রমিক অপহরণের ঘটনায় চার অপহরণকারী গ্রেফতার।
বান্দরবানের চাঞ্চল্যকর রাবার শ্রমিক অপহরণের ঘটনায় চার অপহরণকারী গ্রেফতার।
প্রতিনিধি
22 February 2025 , 3:45:18
প্রিন্ট
সংস্করণ

বিশেষ প্রতিনিধি বান্দরবান
গত ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকা থেকে ৫ টি রাবার বাগানের ২৬ জন শ্রমিককে অপহরণ করেন একদল সন্ত্রাসী। অপহরণের পরে ১০ লাখ টাকা মুক্তিপন নিয়ে তাদেরকে ছেড়ে দিলেও অপহরণকারীরা পুলিশের হাত থেকে রেহাই পায়নি। গত বৃহস্পতিবার বান্দরবানের লামা ও সদরের বিভিন্ন স্থান থেকে অপহরণের সাথে জড়িত ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অপহরণকারীদের থেকে মুক্তিপণের টাকা গ্রহণের নগদ মোবাইল ব্যাংকিং এর সিমসহ ৭ টি মোবাইল ফোন দুটি মোটরসাইকেল একটি টস লাইট ও একটি চার্জার লাইট জব্দ করেন পুলিশ। এ সময় পুলিশ জানাই গ্রেফতারকৃত আসামিদের কয়েকজন শ্রমিক হিসেবে কাজ করত রবার বাগানে।এর সুবাদে ঘটনাস্থল রাবার বাগান এলাকা তাদের পরিচিত। গ্রেফতারকৃত আসামি ও তাদের সহযোগী অন্যান্য পলাতক আসামিরা অপহরণ ও মুক্তিপণের টাকা আদায়ের সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামিরা হলেন শিমন ত্রিপুরা প্রকাশ নয়ন, জ্যাকসন ত্রিপুরা, জয়ন্ত ত্রিপুরা এবং প্রশান্ত ত্রিপুরা। তাদের দুজনের বাড়ির রোয়াংছড়ি উপজেলার শিমন পাড়া একজনের বাড়ি থানচি উপজেলার হালিরামপাড়া, ও অন্যজনের বাড়ি লামা উপজেলার গতিরাম পাড়া। আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান এবং বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।