অন্যান্য

বান্দরবানে এই প্রথম পর্যটকদের ভ্রমণের সুবিধার জন্য চালু হলো ছাদ খোলা বাস।

  প্রতিনিধি 18 November 2024 , 6:57:14 প্রিন্ট সংস্করণ

রিটান কুমার নাথ

সবুজ পাহাড়ে ঘেরা বান্দরবান পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে চালু করেছে ছাদ খোলা বাস।

এর আগে কখনো এরকম বাস ছিল না বান্দরবানে।

আজ সোমবার ১৮ নভেম্বর সকালে এই ছাদ খোলা বাস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বান্দরবানের বিশিষ্ট

ব্যবসায়ী ও হোটেল হিলভিউ টুরিস্ট এর মালিক কাজল কান্তি দাশ।

বান্দরবানে আগত পর্যটক যাতে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের মাধ্যমে বান্দরবানের দর্শনীয় স্থান সমূহ ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে সেই চিন্তা করে এই ছাদ খোলা বাস চালু করা হয়।

ছাদ খোলা বাস প্রতিদিন সকালে বান্দরবানের হিল ভিউ হোটেলের সামনে থেকে বিভিন্ন পর্যটন স্পটে যাতায়াত করবে এবং

এই বাসে করে পর্যটকরা অল্প ভাড়ায় বান্দরবান জেলার নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত ও নীলগীরীসহ সকল পর্যটন স্পটে ঘুরে বেড়াতে পারবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ