অন্যান্য

বান্দরবানে ওয়ার্ড বিএনপি’র অফিসে হামলা ও ভাঙচুর

  প্রতিনিধি 9 April 2025 , 6:31:04 প্রিন্ট সংস্করণ

রিটন কুমার নাথ

বান্দরবান কালাঘাটা ৩ নং ওয়ার্ড বিএনপি’র দলীয় কার্যালয়ে গত সোমবার ৮ এপ্রিল গভীর রাতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা ।

স্থানীয়রা জানায় সোমবার গভীর রাতে একদল আওয়ামী সন্ত্রাসী জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিসের তালা ভেঙে হামলা চালায়, এবং অফিসে থাকা আসবাবপত্র লুট করে ও বিএনপির চেয়ারপারসন সহ,তারেক রহমান এবং বান্দরবান জেলা বিএনপির নেতাদের ছবি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এবং পার্শ্ববর্তী দেয়ালে জয় বাংলা স্লোগান ও শেখ হাসিনার সরকার বারবার দরকার এমন কয়েকটি স্লোগান লিখে চলে যায় দুর্বৃত্তরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বান্দরবান সদর থানার পুলিশ এবং বান্দরবান জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং পরিদর্শনকালে বিএনপির নেতাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান। এই ঘটনায় বিএনপির নেতাদের অভিযোগ স্থানীয় কিছু প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নেতৃত্বে হামলা চালানো হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ