অন্যান্য

বান্দরবানে গাইড ছাড়া ভ্রমণ ঝুঁকিপূর্ণ, দুর্গম পর্যটন এলাকায় নিরাপদ ভ্রমণে অভিজ্ঞ গাইড অপরিহার্য

  প্রতিনিধি 16 June 2025 , 8:51:07 প্রিন্ট সংস্করণ

রিটন কুমার নাথ বিশেষ প্রতিনিধি, বান্দরবান

দেশের পাহাড়ি পর্যটনের অন্যতম আকর্ষণ বান্দরবান। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝরনা ও আদিবাসী সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই জেলাটি প্রতিদিনই আকর্ষণ করছে অসংখ্য পর্যটককে। তবে বান্দরবানের বেশ কিছু দুর্গম পর্যটন এলাকায় ভ্রমণের ক্ষেত্রে গাইড ছাড়া যাত্রা ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ—এমনটাই মত সংশ্লিষ্ট মহলের।
থানচি, রুমা ও আলীকদম উপজেলার বিভিন্ন পর্যটন স্পট যেমন—নাফাখুম, রেমাক্রি, আমিয়াখুম, জাদিপাই ঝরনা, পাতাছড়া জলপ্রপাত ইত্যাদিতে পৌঁছাতে হয় পাহাড়ি আঁকাবাঁকা পথ, পাথুরে স্লোপ এবং কখনো নদী পার হয়ে। এসব এলাকার বেশিরভাগ পথ নেটওয়ার্কবিহীন ও বৈরী আবহাওয়ায় বিপজ্জনক হয়ে ওঠে। পথঘাট না চেনা পর্যটকরা গাইড ছাড়া গেলে পথ হারানো, দুর্ঘটনা বা শারীরিক অসুবিধায় পড়ার সম্ভাবনা অনেক বেশি।

বিশেষজ্ঞদের মতে, বান্দরবানের এই দুর্গম এলাকাগুলোতে ভ্রমণের পূর্বে অবশ্যই স্থানীয় প্রশাসনের অনুমতি গ্রহণ এবং একজন অভিজ্ঞ স্থানীয় গাইডের সহায়তা নেওয়া উচিত। এটি শুধু নিরাপত্তার জন্য নয়, বরং পরিবেশ, স্থানীয় সংস্কৃতি ও জনগোষ্ঠীর প্রতি সম্মান জানিয়ে দায়িত্বশীল ভ্রমণ নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

বান্দরবানের তুলনামূলক সহজগম্য পর্যটন এলাকা যেমন—নীলগিরি,মেঘলা, নীলাচল, বুদ্ধ ধাতু জাদি ( স্বর্ন মন্দির)—এ গাইড বাধ্যতামূলক না হলেও, গাইড থাকলে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও জীবনের নানা দিক জানা সম্ভব হয়।
এদিকে, বান্দরবান পর্যটন বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণের ক্ষেত্রে গাইড ছাড়া না যেতে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে রওনা দিতে। অনেক সময় সঠিক নির্দেশনা বা গাইডের অভাবে আগত পর্যটকরা বিপদের সম্মুখীন হন, যা পুরো ভ্রমণকে নেতিবাচক অভিজ্ঞতায় পরিণত করতে পারে।
পর্যবেক্ষকদের মতে, নিরাপদ ও টেকসই পর্যটনের জন্য দায়িত্বশীলতা সবচেয়ে বড় শর্ত। গাইডের সহায়তা শুধু ঝুঁকি কমায় না, বরং স্থানীয় অর্থনীতিকেও সহায়তা করে এবং সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের সুযোগ তৈরি করে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ