রিটন কুমার নাথ
বিশেষ প্রতিনিধি বান্দরবান
বুধবার ২৬ শে ফেব্রুয়ারি সকালে বান্দরবান বাস স্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় চিনি বোঝাই১টি ট্রাক উল্টে শামসুল ইসলাম ৪০ নামে একজন নিহত হন। এ সময় আহত হয় দুই পুলিশ সদস্য।অন্যদিকে বান্দরবান কেরানিহাট সড়কের সুয়ালক বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে হোসেন ৩৩ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয় মোটরসাইকেলের থাকা অপর দুই আরোহী।
স্থানীয়রা জানাই ঢাকা থেকে চিনি বোঝা একটি ট্রাক বান্দরবান আসছিল। ট্রাকটি বান্দরবান বাস স্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকে চাপা পড়ে ট্রাকের হেল্পার শামসুল ইসলাম মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত শামসুল ইসলাম ময়মনসিংহের বাসিন্দা বলে জানা গেছে।
একই দিনে সকালে বান্দরবান কেরানিহাট সড়কের সুয়ালক বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় মোটরসাইকেলের থাকা তিন আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের কেরানিহাট একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক মোঃ হোসেন ২৮ মৃত্যুবরণ করেন। নিহত হোসেন বান্দরবান সদরের সুয়ালক এলাকার বাসিন্দা বলে জানা যায়।