প্রচ্ছদ » অন্যান্য » বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি।
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি।
প্রতিনিধি
25 March 2025 , 2:51:32
প্রিন্ট
সংস্করণ

রিটন কুমার নাথ
বিশেষ প্রতিনিধি বান্দরবান
২৪ মার্চ সোমবার আনুমানিক রাত নয়টার দিকে বান্দরবান সিএমবি কলোনিতে হঠাৎ আগুনের লেলিহিন শিখা দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী যোগদেন। প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসলেও পুড়ে গেছে প্রায় ৮টি বসত ঘর। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে।