রিটন কুমার নাথ
বান্দরবান বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মায়ের মন্দিরের একমাত্র পুরোহিত জগদীশ চক্রবর্তি ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
"ওঁ দিব্যান্ লোকান্ স গুচ্ছতু"
তিনি বিগত ৪৫ বছর ধরে বালাঘাটা শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দিরে পূজা পার্বন থেকে শুরু করে মায়ের মন্দিরের বিভিন্ন সেবায় নিয়োজিত ছিল। এবং তিনি একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীও ছিলেন।
তিনি বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মায়ের মন্দির ছাড়া বাকি ছড়া সর্বজনীন রক্ষাকালী মন্দির সহ বালাঘাটা সনাতনী সমাজের প্রত্যেকটি সনাতনী পরিবারের বিভিন্ন পূজা পার্বণ এর সময় উপস্থিত থেকে পূজা-পার্বণ করার চেষ্টা করেছেন। এবং অত্র এলাকার প্রত্যেকটি বিবাহ অনুষ্ঠানে পুরোহিত হিসাবে উপস্থিত থেকে বিবাহ সম্পন্ন করার চেষ্টা করেছেন। তাছাড়া সনাতনীর প্রত্যেকটি পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করেছেন। শ্রদ্ধেয় পুরোহিত জগদীশ চক্রবর্তী কখনো শ্মশান ঘাটে, কখনো পুকুর ঘাটে, আবার কখনো বিবাহ সম্পন্ন করার জন্য রাজ প্রসাদে, আবার কোন শিশুর জন্মদিনে, কখনো পূজা-পার্বণের জন্য সনাতনী পরিবারের ঘরে ঘরে গিয়ে পূজার কাজ সম্পন্ন করার চেষ্টা করেছেন।
তিনি বিগত কিছুদিন আগে বক্ষব্যাধি রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরের অবস্থা বেশী খারাপের দিকে গেলে উন্নত চিকিৎসার জন্য উনার পরিবার শ্রদ্ধেয় পুরোহিত জগদীশ চক্রবর্তীকে ঢাকা বক্ষ ব্যাধি হাসপাতালে ভর্তি করান।