অন্যান্য

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিগ্রহ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  প্রতিনিধি 2 January 2025 , 4:18:24 প্রিন্ট সংস্করণ

 

 

রিটন কুমার নাথ

বিশেষ প্রতিনিধি বান্দরবান

 

২ জানুয়ারি বৃহস্পতিবার সকালের দিকে চট্টগ্রাম থেকে ট্রাকে করে বিগ্রহ মূর্তি বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে বান্দরবান সুয়ালক হরি মন্দিরের রাখা হয়। এবং পরে দুপুরের দিকে বিভিন্ন জায়গা হতে আগত সনাতনী ভক্তদের জন্য মহা প্রসাদের ব্যবস্থা করেন। এবং মহাপ্রসাদ শেষে বিকেল চারটার দিকে সুয়ালক হরি মন্দির থেকে আবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের দিকে রওনা দেন সনাতনী ভক্তরা। পরে বান্দরবান শহরে পৌঁছলে বান্দরবান শহরের বিভিন্ন অলি-গলি প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এসে শোভাযাত্রাটি শেষ করে। পরে সনাতনী ভক্তরা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র ঢাক ঢোল, কাঁসা, এবং উলুধ্বনী দিয়ে বরণ করে নেন। এ সময় পুন্যার্থীরা ধূপ ও মোমবাতি প্রজ্জ্বলন করেন।

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে নিয়মিত পূজা করার লক্ষ্যে চট্টগ্রাম থেকে তৈরিকৃত দুর্গা, কালী, নারায়ণ, এবং রাধা কৃষ্ণের নতুন ৪ টি বিগ্ৰহ বরণ করে নেন। আগামী ১০ ফেব্রুয়ারি সনাতন ধর্মের রীতিনীতি অনুসারে ওই বিগ্রহগুলো প্রাণ প্রতিষ্ঠা করা হবে বলে জানা যায়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ