প্রতিনিধি 10 May 2025 , 5:51:44 প্রিন্ট সংস্করণ
সাভার প্রতিনিধি: মোঃ আবু সুফিয়ান বাবু
সাভারের একটি ভাড়া বাসায় ঘটে গেল চরম হৃদয়বিদারক ঘটনা। নিজের আদরের মেয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ৫৬ বছর বয়সী বাবা আব্দুস সাত্তার। মেয়ের উশৃঙ্খল জীবন, মাদকাসক্তি, এবং বিকৃত সম্পর্কের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়ায় এই বাবার জন্য।
জানা যায়, মেয়েটি দীর্ঘদিন ধরে স্বাধীনচেতা ও দুর্বিনীত আচরণ করত। বাবা প্রথমে বাধা দিলেও পরে সব সহ্য করতে থাকেন। একপর্যায়ে মেয়েটি তার দুই বান্ধবীকে নিয়ে বাসায় সাবলেট থাকতো। বাবার জন্য বরাদ্দ রুম ছেড়ে দিয়ে নিজে ডাইনিং রুমে কষ্ট করে থাকতেন তিনি—শুধু মেয়ের সম্মানের কথা ভেবে।
কিন্তু ধীরে ধীরে মেয়েসহ তার বান্ধবীদের উগ্র আচরণ ও মাদক গ্রহণ বাবার চোখে পড়ে। একপর্যায়ে তিনি দেখতে পান, তার মেয়ে ও বান্ধবীরা সমকামী সম্পর্কেও জড়িত। এই অনৈতিক সম্পর্ক ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াতেই মেয়েটি বাবাকে হত্যার পরিকল্পনা করে।
ঘটনার দিন ভোরে মেয়েটি ভাতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে অচেতন করে ফেলে। এরপর কুপিয়ে হত্যা করে। হত্যার পর নিজের বিরুদ্ধে সহানুভূতি তৈরির জন্য সাজায় ধর্ষণের নাটক, যাতে সহজে জামিনে মুক্তি পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সত্যতা ও পটভূমি নিশ্চিত করেছেন সাভার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এর আগেও ২০২৩ সালে মেয়েটি বাবার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলাও করেছিল, যা তদন্তে ভিত্তিহীন প্রমাণিত হয়।
বাবা আব্দুস সাত্তার চাইতেন মেয়েটি সুপথে ফিরে আসুক, শালীন জীবনে ফিরুক। কিন্তু তার সেই প্রত্যাশাই শেষ পর্যন্ত তার জীবন কেড়ে নিল।