প্রতিনিধি 13 December 2024 , 6:12:07 প্রিন্ট সংস্করণ
স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টেম্বা বাভুমাকে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৫ সদস্যের এই দলে ফিরেছেন পেসার কাগিসো রাবাদা। ২০২৩ বিশ্বকাপের পর এই প্রথম ওয়ানডে দলে ফিরেছেন তিনি।
দলে ফিরেছেন দুই আক্রমণাত্মক ব্যাটার ডেভিড মিলার আর হেইনরিখ ক্লাসেনও। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে ৫০ ওভারের ক্রিকেটে খেলেছেন তারা। এছাড়া প্রথমবারের মতো প্রোটিয়াদের ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ তারকা কুয়েনা মাফাকা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছে ১৮ বছর বয়সী এই তরুণের। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৯.৭১ গড়ে ২১ উইকেট নিয়েছিলেন তিনি।
পেস বিভাগে মাফাকা ছাড়াও আছেন ওটেনেইল বার্টমান, মার্কো জেনসেন ও অ্যান্ডিল ফেলুকায়ো। শেষের দুজন ব্যাট হাতেও ভীষণ কার্যকরী। চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখেই এবারের দল বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়াল্টার। এদিকে, পায়ের আঙুলের চোটের কারণে বাদ পড়েছেন পেসার আনরিখ নোর্কিয়া।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটেনিল বার্টম্যান, টনি ডি জর্জি, মার্কো জেনসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, কুয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেলুকায়ো, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেল্টন, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডের ডুসেন।
সিরিজের সময়সূচী:
১৭ ডিসেম্বর, ১ম ওডিআই; পার্ল
১৯ ডিসেম্বর, ২য় ওডিআই; কেপটাউন
২২ ডিসেম্বর, তৃতীয় ওডিআই; জোহানেসবার্গ