প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ৫:২১ এ.এম
বারো হাজার পিস ইয়াবাসহ ২ বোন গ্রেপ্তার

মোহাম্মদ আয়াজ উদদীন রানা
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম জেলা
ময়মনসিংহে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সহোদর দুই বোনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত চারটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত দুই বোন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার বালুয়াপাড়া এলাকার প্রযাত আ. আজিজের মেয়ে নাছিমা বেগম ওরফে কণা (২৫) ও নূরুন্নাহার ওরফে ঝিলিক (২৮)।
রোববার বিকেলে কোতোয়ালি মডেল থানা পুলিশ মাদক মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
জানা যায়, শনিবার রাতে নগরীর চুরখাই এলাকা থেকে গোপন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুই বোনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.