রিটন কুমার নাথ বান্দরবান
বান্দরবানের ব্যস্ততম সড়কগুলোর একটি বালাঘাটা সড়কের পাশে অবস্থিত বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অথচ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেঁষে প্রতিদিনই রাখা হচ্ছে গাড়ি ও স্তূপাকারে বাঁশ, যা মারাত্মকভাবে ব্যাহত করছে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের স্বাভাবিক চলাচল।
বিদ্যালয় শুরুর ও ছুটির সময় সড়কটি হয়ে ওঠে শতশত শিক্ষার্থী ও অভিভাবকের পদচারণায় মুখর। অথচ সেখানে গাড়ি পার্কিং ও বাণিজ্যিকভাবে বাঁশ ফেলে রাখার কারণে পথটি সংকুচিত হয়ে পড়েছে। শিশু শিক্ষার্থীদের চলাচল যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে সমস্যার কোনো সমাধান হয়নি। তারা অভিযোগ করেন, বিদ্যালয় সংলগ্ন এলাকাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করায় শিশুদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়ছে।
এ বিষয়ে অভিভাবক ও সচেতন নাগরিকরা দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, শিশুদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তৎক্ষণাত গাড়ি পার্কিং ও বাঁশ রাখার প্রবণতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।