রিটন কুমার নাথ
বান্দরবান বালাঘাটা_সনাতনী_সমাজের_উদ্দোগে সার্বজনীন ২০তম শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও অষ্টপ্রহর মহানামযজ্ঞের অনুষ্ঠান আগামী ১৩,১৪,১৫ ও ১৬ মার্চ ২০২৫ ইং।বালাঘাটা_সনাতনী_সমাজের পক্ষ থেকে ঋতুরাজ বসন্তের মধ্যেলগ্নে শ্রীকৃষ্ণের বৃন্দবনখ্যাতে বান্দরবানে বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে এই ৪দিন ব্যাপি ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসব উদযাপন পরিষদ ২০২৫
সভাপতিঃ ডাঃ শ্রী সুকুমার তালুকদার।
কোষাধ্যক্ষঃ শ্রী নয়ন দাশ।
সাধারণ সম্পাদকঃ শ্রী প্রদীপ দাশ গুপ্ত।
উৎসব অনুষ্ঠান সূচীর মধ্যে ২৮ফাল্গুন ১৪৩১ বাংলা,১৩ মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার।
বিকেল ৩:০১ ঘটিকায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ প্রতিযোগিতা
তত্বাবধানেঃ শ্রী হরিপদ নাথ ও শ্রী রতন কান্তি দেবনাথ -- শিক্ষক, বালাঘাটা গীতা স্কুল।সন্ধা ০৭:০১ ঘটিকায় মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা ও মহতী ধর্মসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।
অধ্যক্ষ শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রম,বাঙ্গালহালিয়া,রাঙ্গামাটি।এবং
সন্ধা ০৭:৩১ ঘটিকায়ঃ শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞের শুভ অধিবাস।পৌরহিত্য করবেন শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ।
অধ্যক্ষ, শংকর বেদান্ত মঠ ও মিশন, বাঙ্গালাহালিয়া,রাঙ্গামাটি।
রাত ০৮:০০ঘটিকায়ঃ ভজন কীর্তন।
২৯ ফাল্গুন সংক্রান্তি ১৪৩১ বাংলা-১৪ মার্চ ২০২৫ রোজ শুক্রবার।ব্রহ্মণমূহুর্তেঃ মাঙ্গলিক শঙ্খধ্বনি ও নগর সংকীর্তন।
সকাল ০৮:০০ ঘটিকায়ঃ শ্রী শ্রী চন্ডীপাঠ ও পার্থসারথী পূজো।
সকাল ০৯:০০ ঘটিকায়ঃ শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ শুভ আরম্ভ।
সন্ধা ০৭:০০ ঘটিকায়ঃ মহানামযজ্ঞের শুভ অধিবাস।পৌরহিত্য ও কীর্তনীয়াঃ শ্রীমান সাক্ষী গোপাল কৃষ্ণ দাস।
অধ্যক্ষ, শ্রী শ্রী বলরাম দাম,ধর্মপুর সাতকানিয়া, চট্টগ্রাম।
০১ চৈত্র ১৪৩১ বাংলা, ১৫মার্চ ২০২৫ রোজ শনিবার।
ব্রহ্মমূহুর্তেঃ মহানামযজ্ঞের শুভারম্ভ ও অহোরাত্র মহানামযজ্ঞ।
দূপুর ১২:০১ ঘটিকায়ঃ শ্রী শ্রী ঠাকুরের রাজভোগ ও ভোগারতি। আগত ভক্তদের জন্য প্রতিদিনঃ দূপুর ০১:০১ঘটিকায় ও রাত ১০:০১ ঘটিকায় মহাপ্রসাদের
ব্যবস্থা করেছেন মন্দির কমিটি।এবং০২ চৈত্র ১৪৩১ বাংলা,১৬মার্চ ২০২৫ রোজ রবিবার ব্রহ্মমূহুর্তেঃ কীর্তনসহকারে নগর পরিক্রমা ও মহানামযজ্ঞে পূর্ণাহুতির মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠানটি সমাপ্তি হবে।