প্রতিনিধি 23 August 2025 , 7:22:37 প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া গড়াই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ২ জনকে ৭ দিনের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
শনিবার ২৩ আগস্ট বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন নারুয়া ইউনিয়ন সংলগ্ন গড়াই নদীতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে মনিরুল ও মিরাজুল নামে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে পাকা রাস্তা, বাড়িঘর ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে নারুয়া বাজার থেকে বাকসাডাঙ্গী হয়ে কোনাগ্রামের গুরুত্বপূর্ণ সড়কের বড় অংশ নদীতে বিলীন হয়েছে।
তারা আরও বলেন, বাকি অংশ ভেঙে গেলে কৃষকরা তাদের ফসল নারুয়া হাটে আনতে পারবে না। পাশাপাশি এ সড়কটি ভেঙে গেলে বাকসাডাঙ্গী, কোনাগ্রাম ও চর-ঘিকমলার মাঠে নদীর পানি ঢুকে পড়বে, যা কৃষি উৎপাদনে বড় বাধা সৃষ্টি করবে। তাই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন,আমরা গতরাতে সংবাদ পাই যে নারুয়া ইউনিয়ন সংলগ্ন গড়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। তারই প্রেক্ষিতে বিকেলে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,অবৈধ বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য,অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙন, ফসলি জমি ধ্বংস ও অবকাঠামোর ক্ষতির ঝুঁকি বাড়ছে। এ ধরনের অভিযান নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।