মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষকে অবৈধভাবে খাল দখল করে বালু দিয়ে ভরাট করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে নাসিরনগর উপজেলা সদরের আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোঃ তানজিল কবির।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান পরিচালনায় সহায়তা করে নাসিরনগর থানা পুলিশ।
নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির বলেন, আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষকে অবৈধ ভাবে বালু দিয়ে খাল ভরাট করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।