প্রতিনিধি 21 July 2025 , 6:12:14 প্রিন্ট সংস্করণ
সৈয়দ মোঃ ইমরান হোসেন
বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তরজেলার ত্রি বার্ষিক সম্মেলনে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাহাত উল্লাহ তথ্য ও যোগাযোগ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সম্মেলন গতকাল শনিবার (১৯ জুলাই) চট্টগ্রাম লেডিসক্লাবের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক সফল মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন।
এতে চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিপু,সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস” চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যক্ষ নুরুল আলম রাজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ন আহবায়ক মোঃ আইয়ুব, শিক্ষক নেতা হাবিব উল্লাহ,জেলা শিক্ষক নেতা মোমিন হাজারী,সন্দীপ সভাপতি ফজলুল করিম,মিরশ্বরাই সভাপতি, সীতাকুন্ডু সভপতি,হাটহাজারী সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, রাউজান সভাপতি জামাল শাহ, রাঙ্গুনিয়া সভাপতি কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাহাত উল্লাহ, উত্তর জেলা যুগ্ন সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ, সহ সম্পাদক জাফর উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুন্নবী।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), চট্টগ্রাম উত্তর জেলার ত্রি বার্ষিক সম্মেলনে তৌহিদুল ইসলাম টিপুকে সভাপতি ও মোবারক আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য মোঃ রাহাত উল্লাহ ব্যক্তিগত জীবনে চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা হতে কামিল হাদিস ১ম শ্রেণিতে উত্তীর্ণ, চট্টগ্রাম সরকারী কলেজ হতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর লাভ করেন। তিনি একাধারে কোরআনে হাফেজ, মসজিদের খতিব, দৈনিক পূর্বকোণ উপজেলা প্রতিনিধি ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সিনিয়র সভাপতি ও স্কাউটস উডব্যাজার।
এতে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ, বিভাগ, অঞ্চল, জেলা ও বিভিন্ন উপজেলার এক হাজার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষকদের যৌক্তিক দাবী জাতীয়করণের দাবীতে সম্মেলনে সকলে যোগদান করে।