অন্যান্য

বাশিস উত্তরজেলার ১৯ জুলাই সম্মেলন সফল করতে গণসংযোগ

  প্রতিনিধি 16 July 2025 , 6:37:17 প্রিন্ট সংস্করণ

সৈয়দ মোঃ ইমরান হোসেন

বাংলাদেশ শিক্ষক সমিতির ১৯ জুলাই চট্টগ্রাম লেডিসক্লাবে আয়োজিত ত্রি বার্ষিক সম্মেলন সফল করতে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন স্কুলে আজ ১৬ জুলাই (বুধবার) দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাশিস চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে গণসংযোগে অংশগ্রহণ করেন বাশিস উত্তরজেলার যুগ্ন আহবায়ক ও কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব, উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমান, পোমরা শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদুল আলম, মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক,মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হুদা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ রাহাত উল্লাহ প্রমূখ।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ও সাহাব্দিনগর উচ্চ বিদ্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

উল্লেখ্য আগামী ১৯ জুলাই শনিবার বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উদ্ধোধক বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব ও উপদেষ্টা মন্ডলীর সদস্য লায়ন আসলাম চৌধুরী এফসিএ,প্রধানবক্তা শিক্ষক শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় কমিটির (কুমিল্লা) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

বাংলাদেশ শিক্ষক সমিতি উত্তর জেলার আহবায়ক ও চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক তৌহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোঃ জাকির হোসেন, বাশিস প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম অঞ্চল সভাপতি এম এ ছফা চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও কক্সবাজার জেলা সভাপতি হোসাইনুল ইসলাম মাতব্বর।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ