অন্যান্য

বিএনপির কমিটিতে চাঁদাবাজদের কোন স্থান হবে না, ব্রাহ্মণবাড়িয়ায় রিজভী 

  প্রতিনিধি 23 August 2025 , 1:45:58 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে এবং অঙ্গ-সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি। শনিবার সকাল ১১ টায় শহরের ট্যাংকেরপাড় মাঠে আয়োজিত এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী দলে দলে যোগ দেন এই কর্মসূচিতে। ট্যাংকেরপাড় মাঠের চারদিক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে আগত নেতাকর্মীদের মাঝে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। সমাবেশস্থল জুড়ে স্লোগান, করতালি ও আনন্দঘন উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে এলাকা।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন,
বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল
মোস্তাক মিয়া,আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,
 আহসান উদ্দিন খান শিপন, মোঃ জহিরুল হক খোকন, হাফিজুর রহমান মোল্লা (কচি), অ্যাড. মোঃ শফিকুল ইসলাম, অ্যাড.গোলাম সারোয়ার খোকন, অ্যাড, আনিছুর রহমান মঞ্জু, আলহাজ্ব এ.বি.এম. মমিনুল হক অ্যাড. মোঃ তারিকুল ইসলাম রুমা, মোঃ আলী আজম,মোঃ আসাদুজ্জামান শাহীন প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী দোসররা যেন কোনভাবেই আমাদের কমিটিতে স্থান নিতে না পারে। আমাদের কমিটিতে রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি চালক, ডাক্তার, শিক্ষক, সরকারি অবসরপ্রাপ্ত চাকরিজীবীসহ যে কেউ বিএনপি সদস্য হতে পারবেন। তবে আওয়ামী দোসরদের ব্যাপারে নেতা-কর্মীদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন।
তিনি আরো বলেন, বিএনপির কমিটিতে কোন প্রকার চাঁদাবাজ, ভূমি দখলদারদের কোন স্থান  হবে না। পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ কোনোভাবেই চায় না। পিয়ার নির্বাচনের মানেই বাংলাদেশের মানুষ বোঝে না। এ দেশের মানুষ ব্যক্তি দেখে, আর দলীয় প্রতীকের মার্কা দেখে ভোট দেয়। তাই পিয়ার নির্বাচন অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।
তার বক্তব্যে তিনি আরো উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচিতে সবকিছু পরিষ্কারভাবে লেখা হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজও দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে আবারও সংগঠিত হতে হবে।
অতিথিরা আরও বলেন, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম কেবল সাংগঠনিক কর্মসূচি নয়, বরং আগামী দিনের আন্দোলন-সংগ্রামের ভিত্তি। এ কর্মসূচির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ভিত্তি আরও মজবুত হবে এবং মানুষের মাঝে নতুন করে আশা সঞ্চার করবে।
বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচি নতুন প্রেরণা যোগাবে।”
কর্মসূচি ঘিরে উৎসবমুখর পরিবেশ।
কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। ট্যাংকেরপাড় মাঠের চারদিকে ব্যানার, ফেস্টুন, দলীয় শ্লোগান এবং নেতৃবৃন্দের ছবিতে সাজানো হয়। এতে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
নেতাকর্মীরা বলেন, বিএনপির এ ধরনের সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি মানুষকে আবারও সংগঠিত করছে। অনেকদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় এত বড় জমায়েত হওয়ায় তারা আনন্দিত।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির এই কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে প্রেরণার উৎস হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ