মনিরামপুর( যশোর) প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভায় যশোরের মনিরামপুর থেকে বক্তব্য রেখেছেন উপজেলা বিএনপির সদ্য সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দলের বর্ধিত সভায় তিনি এ বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এছাড়া নেতাকর্মীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আসাদুজ্জামান মিন্টু বলেন, দলের সকলের মধ্যে ব্রাতত্ত্ববোধ গড়ে তুলতে হবে। অধিকাংশ ইউনিটে প্রকটভাবে গ্রুপিং রয়েছে। সামনে জাতীয় নির্বাচনকে উর্ধ্বে রেখে সব গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে আমরা সকলেই সেই ব্রাতত্ত্ব বোধের মধ্যে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আবার নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমরা জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে যেতে চাই।
এছাড়া তিনি আরও বলেন, যশোর জেলার ১৬টি ইউনিটের নেতৃত্বদানকারী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত -এর নেতৃত্বের হাতকে আগামী দিনে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এমনকি দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য তাঁর পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ বর্ধিত সভায় কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সারাদেশের বিভাগীয়, জেলা, নগর, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।