অন্যান্য

বিএনপি অফিসে হামলা: কুয়াকাটার সাবেক মেয়রসহ ৪ জন কারাগারে

  প্রতিনিধি 22 October 2024 , 7:53:11 প্রিন্ট সংস্করণ

হৃদয় চন্দ্র

উপজেলা ক্রাইম রিপোর্টার (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক মোল্লাসহ ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) সকালে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন এ আদেশ দেন।
এর আগে কলাপাড়া উপজেলার মহিপুর থানায় কুয়াকাটা বিএনপি অফিসে হামলা,ভাংচুর ও লুটপাটের মামলায় সোমবার সকালে আব্দুল বারেক মোল্লাসহ ২২ জন আসামি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন করেন। পরবর্তীতে বিচারক ১৮ জনকে জামিন মঞ্জুর করেন এবং বারেক মোল্লাসহ বাকি ৪ জনের জামিন না মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. আনিসুর রহমান। তিনি বলেন,‘ ২২ জন আসামি হাজির হয়েছে এর মধ্যে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক মহোদয়। তারা হলেন, আ: বারেক মোল্লা, অনন্ত মুখার্জি, রফিকুল ইসলাম ও আলাউদ্দিন।’
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর কুয়াকাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের শিকদার মার্কেটের সিরাজুল ইসলাম মিয়াযির বরফকল সংলগ্ন পৌর বিএনপি অফিসে পূর্বপরিকল্পিত ভাবে অস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এবং বিএনপির নেতাকর্মীদের মারধর ও জখম করে অফিসের মধ্যে থাকা টাকা, মালামাল লুটপাট করে নিয়ে যায়। এছাড়া অফিসের সামনে ককটেল ও বোমা বিস্ফোরণ করে অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। আর এ ঘটনায় এ বছরের গত ২৫ আগষ্ট সাইদুর রহমান সোহেল নামের এক ব্যক্তি বাদি হয়ে মহিপুর থানায় কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি, আ: বারেক মোল্লা ও সাবেক মেয়র আনোয়ার হাওলাদারসহ ৫৬ জন নামীয় ও অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।
এদিকে আসামি পক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ