প্রতিনিধি 19 September 2024 , 2:40:02 প্রিন্ট সংস্করণ
হৃদয় চন্দ্র
উপজেলা ক্রাইম রিপোর্টার(পটুয়াখালী)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল, তারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা চাই সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব সঠিক ভাবে পালন করুক। তাদের কাজে কেউ যাকে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’
বুধবার রাতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বিশেষ মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এ মন্তব্য করেন।
এ সময় তিনি গনমাধ্যম কর্মীদের সুরক্ষা প্রদান করার পাশপাশি গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গণমাধ্যমের বিভিন্ন পদক্ষেপ এর প্রশংসা করেন।
পটুয়াখালী জেলা বিএনপি সদস্য ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহম্মেদ পিনু তার বক্তব্যে বলেন ‘সাংবাদিক হবে নিরপেক্ষ,তারা কোন দলের হতে পারে না। সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। তারা প্রকৃত ঘটনা থুলে ধরবে,ভুল ত্রুটি গুলো সামনে নিয়ে আসবে। আমাদের ভুল ত্রুটি তুলে ধরবেন, আমরা রাজনৈতিক দল গুলো আমাদের ভুল শুধরে নিব।’
পটুয়াখালেী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন, মনোজ কান্তি কর রানা,সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, সমাজ কল্যান সম্পাদক মাহমুদুল হাসান রায়হান, মীর মহিবুল্লাহ, কার্য নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, লোকমান মৃধা, মোঃ রায়হান প্রমূখ।
মতবিনিময় সভায় পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন নান্নু, মিজানুর রহমান,সিদ্দিকুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোহন, জেলা শ্রমিকদলের সভাপতি বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।