প্রতিনিধি 28 December 2024 , 11:24:18 প্রিন্ট সংস্করণ
শ্যামনগর উপজেেলার আটুলিয়া ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
উক্ত লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলেন সাবেক সদস্য শাহজাহান রনি,আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোড়ল ও সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বর আয়ুব হোসেন,উপজেেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এ্যাডঃ মাসুদুল আলম দোহা,উপজেেলা যুবদলের সিনিঃযুগ্ম আাহবায়ক শেখ নাজমুল হক ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেন আলম,উপজেেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিঃসহ সভাপতি রেজাউল ইসলাম রানা,উপজেেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন,উপজেেলা যুবদলের যুগ্ম আাহবায়ক মোঃ হাবিবুল্লাহ ও বাবলুর রহমান এবং আাহবায়ক সদস্য মোঃ গোলাম হোসেন মুকুল, উপজেেলা ছাত্রদলের যুগ্ম আাহবায়ক বেলাল হোসেন ও আঃ সালাম,মুন্সিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারাফ হোসেন,বুড়িগোয়ালিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আাহবায়ক আল মামুন ও সোহাগ হোসেন,আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন,যুবনেতা হাবিব হোসেন,আসলাম,আবু সাদ,মুন্না,ছাত্রনেতা গোলাম মোস্তফা সুমন,মেহেদি সহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের অসংকখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।