অন্যান্য

বিএনপি নেতার ব্যক্তিগত অর্থায়নে শতাধিক পরিবারের মাঝে চাউল বিতরণ

  প্রতিনিধি 4 June 2025 , 7:12:32 প্রিন্ট সংস্করণ

চেঃ বাঃ রিপোর্ট

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. পিয়ার আলী শেখের ব্যক্তিগত অর্থায়নে ৫০০ কেজি চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ১০টায় পৌরসভার আলিপুর এলাকার (এ.আর মিল) সংলগ্ন স্থানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ১০০ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তি প্রত্যেকে ৫ কেজি করে চাউল পান।
বিতরণ অনুষ্ঠানে পিয়ার আলী শেখ বলেন, “সরকার কর্তৃক ঈদ উপলক্ষে প্রদত্ত চাউলের পরিমাণ সাধারণ মানুষের জন্য যথেষ্ট নয়। এতে করে তাদের পূর্ণাঙ্গ খাদ্য চাহিদা পূরণ হয় না। আমি মনে করি সমাজের যারা সামর্থ্যবান, তারা যদি এগিয়ে আসেন তাহলে আরও অনেকেই উপকৃত হবেন। আমাদের সামান্য সহযোগিতায় অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”
চাউল বিতরন কালে উপস্থিত থেকে সকলের মাঝে চাউল বিতরন করেন, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফি মোল্লা, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদ শেখ, যুবদল নেতা ফারুক হোসেন মিঠু, কৃষকদল নেতা আনোয়ার মোল্লা, শরিফ গাজী, ইখলাস উদ্দিন, সোহেল শেখ, টুকলি শেখ, জাহিদ শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। এ ধরণের মানবিক কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার আহব্বান জানান তারা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ