প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৪:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৭:৩৬ এ.এম
বিজয়নগরে টেকনিক্যাল একাডেমিতে আধুনিক কম্পিউটার ল্যাবের উদ্বোধন

মোঃ কাউছার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাসানি টেকনিক্যাল একাডেমিতে শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৬ আগস্ট বেলা ১১ টায় একাডেমি প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এই ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সহ-সভাপতি এ বি এম মমিনুল হক, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আলী আজম। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীও উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “এই একাডেমি থেকে চলতি বছর ১৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১০৫ জন সফলভাবে উত্তীর্ণ হলেও ৩৪ জন শিক্ষার্থীর ফলাফল আশানুরূপ হয়নি, যা আমাদের জন্য দুঃখজনক। শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের চেষ্টা করতে হবে।”
তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “আগামীতে যদি জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসে, তবে মেরাসানি টেকনিক্যাল একাডেমিকে একটি বহুতল ভবন নির্মাণ করে দেওয়া হবে। বর্তমানে একাডেমির কম্পিউটার ল্যাবে ২০ টি কম্পিউটার ও ৪০ টি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বরাদ্দ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা গ্রহণ অপরিহার্য।
শিক্ষার্থীরা নতুন কম্পিউটার ল্যাব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা জানায়, এতোদিন সীমিত সুযোগ-সুবিধার কারণে আধুনিক তথ্যপ্রযুক্তি শেখায় পিছিয়ে ছিল। এখন এই ল্যাবের মাধ্যমে তারা পড়াশোনার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদেরকে আরও দক্ষ করে গড়ে তুলতে পারবে।
অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ তৈরি হওয়ায় ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষার মান আরও বাড়বে।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত ল্যাব ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.