প্রতিনিধি 30 July 2025 , 9:07:24 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার মো:সাদেকুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে অনুদান চেক বিতরণ করা হয়েছে
মঙ্গলবার, ২৯ জুলাই, বেলা ১২টায় বিজয়নগর মডেল স্কুলের পাশে এক মনোরম পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম শিরু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারুফ মিয়া।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
• জমির হোসেন দস্তগ, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এস এম জহিরুল ইসলাম, খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদ খন্দকার,খাবিরুর রহমান মনির, সাঈদ খোকন, ইউপি সদস্য আমিন,
বুধন্তি ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী কল্যাণ সংগঠনটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। বিদেশে অবস্থানরত যেসব প্রবাসী বিপদে পড়েন কিংবা যারা দেশে ফিরে আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েন, তাদের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য।
এই অনুষ্ঠানে হরষপুর ইউনিয়নের দুইজন রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরবে মৃত্যুবরণ করায় এবং পাহাড়পুর ইউনিয়নের একজন গুরুতর অসুস্থ রেমিট্যান্স যোদ্ধার পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিনটি ইউনিয়নের তিনজন প্রবাসী পরিবারের মাঝে জনপ্রতি ১,০০,০০০ টাকার চেক বিতরণ করা হয়।
চেকপ্রাপ্ত পরিবারগুলো হলেন:
• হরষপুর ইউনিয়নের ১টি পরিবার
• বুধন্তী ইউপি এলাকা ১ টি পরিবার
• পাহাড়পুর ইউনিয়নের ১টি পরিবার।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।