মোঃ আমজাদ হোসেন বিজয়নগর প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক বিশেষ অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার, ১৮ আগস্ট দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার ভেতরে ঢুকে ওইসব মালামাল জব্দ করা হয়।
অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্যের মধ্যে কসমেটিকস সামগ্রী ২৯,৫২০ পিস, আইবল ক্যান্ডি ১৮,৩০০ পিস এবং একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৭ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।
আটককৃত পণ্যসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এছাড়াও এর আগের দিন, ১৭ আগস্ট ২০২৫ তারিখে লক্ষীপুর ও শ্যামনগর বিওপির পৃথক অভিযানে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ বোতল বিদেশি হুইস্কি জব্দ করে বিজিবি সদস্যরা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক ও চোরাচালানী পণ্য যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা সজাগ এবং তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।