অপরাধ

বিজয়নগরে মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ

  প্রতিনিধি 13 June 2025 , 7:30:05 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে ১৬৮ কেজি গাঁজা এবং ৭৫ বোতল ফেনসিডিলসহ আবুল কালাম-(২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর তিন রাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী মোঃ সাব্বির মিয়া পালিয়ে যায়। সাব্বির মিয়া উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের এলাহি মিয়ার ছেলে।
অপর দিকে পৃথক অভিযানে পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া মধ্যপাড়ায় একটি বাগানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ আবুল কালাম-(২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত কালাম কামালমুড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যাবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ