প্রতিনিধি 9 August 2025 , 9:51:54 প্রিন্ট সংস্করণ
মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন দোকানঘর অপসারণ করে খাস জায়গা দখল মুক্ত করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইউএনও।
শনিবার (৯ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধ ভাবে নির্মাণধীন দোকান ঘর তুলে ফেললে আজ শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা অপসারণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলার ইউএনও, এসিল্যাণ্ড (অতিরিক্ত দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাধনা ত্রিপুরা। স্থানীয়রা জানান, চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বে সকাল থেকে আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করার অভিযোগ তুলেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বার বার নিষেধ করার পরও তারা জোড়পূর্বক ভাবে দোকানঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খাস জায়গা উদ্ধারে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর নিমার্ণের অভিযোগ স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধারণ করা হয়েছে।