প্রতিনিধি 9 August 2025 , 6:25:11 প্রিন্ট সংস্করণ
মোঃ কাউছার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার সূত্রে জানা যায়, ২৩ জুলাই সন্ধ্যা থেকে ২৪ জুলাই সকাল পর্যন্ত যেকোনো সময় বুধন্তী দক্ষিণপাড়ায় বাদিনির বসতবাড়ির পশ্চিম ভিটির টিনের ঘরে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা ওই সময় ঘর থেকে ১টি স্বর্ণের লকেটসহ চেইন, ১টি স্বর্ণের লকেট, ১টি স্বর্ণের ব্রেসলেট, ৩টি স্বর্ণের নাকফুল ও ১ জোড়া স্বর্ণের কানের দুল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের মোট ওজন প্রায় দেড় ভরি, আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী রুবিনা আক্তার (৪০) বাদী হয়ে ৮ আগস্ট বিজয়নগর থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই সুমন চন্দ্র দাস।
একই দিন পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন—
ডালিম মিয়া (২০), পিতা কালা মিয়া, সাং—বুধন্তী দক্ষিণপাড়া, ওয়ার্ড নং ০১, ইউনিয়ন—বুধন্তী।
উদয় শংকর দাস (৩৫), পিতা বিমল দাস, সাং—চান্দুরা মদকপাড়া, ওয়ার্ড নং ০১, ইউনিয়ন—চান্দুরা।
ফেরদৌস মিয়া (৫৫), পিতা মৃত আব্দুল হামিদ, সাং—গোপালপুর, ওয়ার্ড নং ০৪, ইউনিয়ন—আদাঐর, থানা—মাধবপুর, জেলা—হবিগঞ্জ; বর্তমানে সাং—সাতবর্গ টার্মিনাল, ওয়ার্ড নং ০৯, ইউনিয়ন—বুধন্তী।
গ্রেফতারের পর আসামীদের হেফাজত থেকে চুরি হওয়া ১টি স্বর্ণের লকেটসহ চেইন, ২টি পাথরজড়িত স্বর্ণের নাকফুল, ১টি পাথরজড়িত স্বর্ণের লকেট এবং ১টি পাথরজড়িত চেইনযুক্ত স্বর্ণের ব্রেসলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়।
পরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।