প্রতিনিধি 3 July 2025 , 6:05:10 প্রিন্ট সংস্করণ
মোঃ আমজাদ হোসেন বিজয়নগর প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১ জুলাই) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ আভিযানিক দল হরষপুর ইউনিয়নের সোনামুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এতে গ্রেপ্তারকৃতরা হলেন: ১। মোঃ ফারুক (২৫), পিতা- দেলোয়ার আলী, গ্রাম- মজলিশপুর ২। মোঃ রুবেল মিয়া (৩০), পিতা- হোসেন মিয়া, গ্রাম- ছোট বাকাইল, মজলিশপুর উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। তারা সমাজ থেকে মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি বিজয়নগর
তারিখঃ ০১/০৭/২০২৫, ইং