অন্যান্য

বিজিএমইএ ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা

  প্রতিনিধি 9 October 2024 , 3:31:26 প্রিন্ট সংস্করণ

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি:

বিজিএমইএ ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৮টায় পূর্বাণী গ্রুপের শ্রমিকরা কাজে যুগ না দিয়ে কারখানার ভিতরে অবস্থান করে। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

 

শ্রমিকরা জানান, সোমবার তাদের মাসিক বেতন পরিশোধ করা হয়। বেতন পরিশোধ হলেও বিজিএমইএ ঘোষিত ওভারটাইম, হাজিরা বোনাস, নাইট বিল, টিফিনের টাকা দেয়া হয়নি। কর্তৃপক্ষকে জানানোর পরও কর্ণপাত না করায় বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

শিল্প পুলিশ কালিয়াকৈর জোনের ওসি শহিদুল ইসলাম, পূর্বাণী গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গার মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। এক লেনে যান চলাচল করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ