প্রতিনিধি 20 February 2025 , 7:05:21 প্রিন্ট সংস্করণ
তোফাজ্জল ইসলাম — সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার আটক করেছে বিজিবি টিম ।
জানা যায়, বুধবার (১৯ ফেব্রুয়ারী ) রাতে উপজেলার চারাগাও বিওপি টিম নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালঘাট এলাকায় মালিকবিহীন ২৩৭ বোতল মদ এবং ৪২ বোতল বিয়ার আটক করা হয়। আটককৃত এসব পন্যের মূল্য আনুমানিক ৩ লক্ষ ৬৬ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন -২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত অবৈধ মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।একইভাবে সীমান্ত চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি চলমান আছে এবং অভিযান অব্যাহত রয়েছে।