অন্যান্য

বিজিবি’র অভিযানে ভারতীয় মদ সহ আটক -১জন 

  প্রতিনিধি 15 February 2025 , 10:49:58 প্রিন্ট সংস্করণ

তোফাজ্জল ইসলাম —- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের সীমান্ত এলাকা তাহিরপুর এলাকায়  সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির টহল দল কর্তৃক নিয়মিত অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০৩/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাহিদাবাদ হতে ওই গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে  মো. জালাল মিয়া (৬০)কে ভারতীয়  মদ ও বিয়ার সহ আটক করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি )  দুপুরে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আসামীকে আটক করে বিজিবি টিম।
 এসময় আসামীর হাতে থাকা ভারতীয় মদ ৯ বোতল এবং  বিয়ার-১ বোতল সহ আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১৩ হাজার ৭শ ৫০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত মদ ও বিয়ার সহ আসামিকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে এবং সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি সহ টহল জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ